Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়নপত্র দাখিল সুফিয়ানের, ফের ‘৩০ ডিসেম্বর’ দেখতে চান না


১১ ডিসেম্বর ২০১৯ ২০:৪৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ২১:১০

চট্টগ্রাম ব্যুরো: বর্ষীয়ান রাজনীতিক মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় নির্বাচনে ‘৩০ ডিসেম্বরের পুনরাবৃত্তি যেন না হয়’, সেই প্রত্যাশা করেছেন সুফিয়ান।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘বিএনপির প্রার্থী আবু সুফিয়ানসহ দু’জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৩ জানুয়ারি ভোটগ্রহণ হবে।’

আরও পড়ুন- মোছলেমের হাতে বাদলের আসনের নৌকা

বিএনপি নেতা আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, ‘গত ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে। মানুষ ভোট দিতে পারেনি। আশা করব, ৩০ ডিসেম্বরের পুনরাবৃত্তি আর হবে না। মানুষ ভোট দিতে পারবে।’

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনেও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির প্রার্থী ছিলেন আবু সুফিয়ান। উপনির্বাচনেও সুফিয়ানের ওপর আস্থা রেখেছে তার বিএনপির পার্লামেন্টারি কমিটি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আবু সুফিয়ানের সঙ্গে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমেদ খানসহ জ্যেষ্ঠ নেতারা।

বিজ্ঞাপন

এদিন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) থেকে বাপন দাশ গুপ্তও মনোনয়নপত্র জমা দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে।

গত ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম-৮ আসনের তিনবারের সংসদ সদস্য জাসদ নেতা মইন উদ্দীন খান বাদলের মৃত্যু হয়। ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি মোছলেম উদ্দিন আহমেদকে।

আবু সুফিয়ান চট্টগ্রাম-৮ চট্টগ্রাম-৮ উপনির্বাচন টপ নিউজ বিএনপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর