Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২৭৫০ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার


১১ ডিসেম্বর ২০১৯ ২০:৩৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ও সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া তিনজন হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতপালং শরণার্থী ক্যাম্পে আশ্রিত আব্দুল গাফফার (৫৫) ও নজিবুল্লাহ (১৮) এবং টেকনাফ উপজেলার মোচনী শরণার্থী ক্যাম্পে আশ্রিত আব্দুর শুক্কুর (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ সারাবাংলাকে জানান, গাফফার ও নজিবুল্লাহকে এক হাজার করে দুই হাজার পিস ইয়াবাসহ নগরীর ফিরিঙ্গিবাজার থেকে এবং শুক্কুরকে ৭৫০ পিস ইয়াবাসহ সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার কর হয়।

ওই তিনজন কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নগরীতে বিক্রি করতে এসেছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।

ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর