টাইম ম্যাগাজিন বর্ষসেরা ব্যক্তিত্ব গ্রেটা থুনবার্গ
১১ ডিসেম্বর ২০১৯ ২০:২২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ২০:২৬
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিন এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে (১৬)।
টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক তার এক সম্পাদকীয়তে লিখেন, পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন গ্রেটা থুনবার্গ।
৯৬ বছরের পুরনো টাইম ম্যাগাজিনের এবারের প্রচ্ছদ করা হয়েছে গ্রেটা থুনবার্গের ছবি দিয়ে। এতে লেখা হয়েছে, ‘গ্রেটা থুনবার্গ, দ্য পাওয়ার অব ইয়োথ’।
১৬ বছরের কিশোরী গ্রেটা থুনবার্গ ‘ফ্রাইডেস ফর ফিউচার’ স্লোগানে প্রতি শুক্রবার পরিবেশ আন্দোলন করে আলোচনায় এসেছেন। সদ্য অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম সাধারণ অধিবেশনে অধিবেশনেও পরিবেশ আন্দোলনের পক্ষে জোরালো বক্তব্য রেখে সারা বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা থুনবার্গ।