Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ রোহিঙ্গা আটক


১১ ডিসেম্বর ২০১৯ ১৮:৪০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে ৯ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী এ তথ্য জানিয়েছেন।

আটক রোহিঙ্গারা হলেন— আমেনা খাতুন (৫০), সৈয়দ আলম (৩০), মাজেদা খাতুন (২৫), সেনোরা খাতুন (২২), মো. ইউনুস (১৮), মূয়রা বেগম (৬), জান্নাত (৫), আয়েশা বিবি (৩) ও আজিজুর রহমান (১)।

এর আগে গতকাল ভোরে আখাউড়া উপজেলা পরিষদের সামনে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক থেকে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া উদ্দেশ্য ছিল তাদের। ব্যর্থ হয়ে উপজেলার গাজীর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তারা আখাউড়া রেলওয়ে স্টেশনে ফিরছি।

রসুল আহমদ নিজামী জানান, জিজ্ঞাসাবাদে তারা সবাই রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর