ফারমার্স ব্যাংকে কেলেঙ্কারি, ৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
১১ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ২২:৩৮
ঢাকা: ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) কেলেঙ্কারির অন্যতম হোতা ও ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, স্ত্রী রোজি চিশতি, ছেলে রাশেদুল হক চিশতী, ছেলের স্ত্রী ফারহানা আহমেদ ও তার মেয়ে রিমি চিশতির বিরুদ্ধে দুর্নীতির পৃথক পাঁচটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, বুধবার (১১ ডিসেম্বর) কমিশন মামলাগুলোর অনুমোদন দেয়।
কমিশন সূত্রে জানা যায়, যে কোনো সময় দুদকের অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. ফয়সাল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করবেন।
দুদকের অনুসন্ধানে বাবুল চিশতির নামে ২৮ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৫৯০ টাকা, স্ত্রী রোজি চিশতির নামে ৩৭ কোটি ৩৮ লাখ টাকা, ছেলে রাশেদুল হক চিশতির নামে ৩২ কোটি ৬৮ লাখ টাকা, ছেলের বউ ফারহানা আহমেদের নামে ১৫ কোটি ৬২ লাখ টাকা এবং মেয়ে রিমি চিশতির নামে ২১ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পায় দুদক।