Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিমকোর্ট এলাকায় হঠাৎ মোটরসাইকেলে আগুন


১১ ডিসেম্বর ২০১৯ ১৮:১৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৮:১৫

ঢাকা: রাজধানীতে সুপ্রিমকোর্ট এলাকায় হঠাৎ তিনটি মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বার কাউন্সিলের গেটের সামনে, কদম ফোয়ারা এবং জাতীয় ঈদগাহের সামনে এই আগুন দেওয়া হয়।

পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সারাবাংলাকে জানান, কে বা কারা মোটরসাইকেলগুলোতে আগুন লাগিয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে।

এদিকে ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে। খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন শুনানি ছিল। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা আপিল বিভাগে হট্টগোল ও হৈ চৈ’র ঘটনা ঘটে। ওইদিনের হট্টগোলের কারণে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ছেড়ে চলে যান। ফলে শুনানি কার্যক্রম সেদিনের মতো স্থগিত হয়ে যায়।

আগুন টপ নিউজ মোটরসাইকেল সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর