খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে
১১ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৮:০২
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ এই রিপোর্ট জমা দেয়। এর আগে বিকেল সাড়ে ৩টায় রিপোর্ট হাসপাতাল থেকে পাঠানো হয়।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
গত ২৮ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে মেডিকেল বোর্ডের রিপোর্ট চান।
দুর্নীতির মামলায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চলতি বছরের ১ এপ্রিল বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।