Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরাণীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ২৩ জন ঢামেকে


১১ ডিসেম্বর ২০১৯ ১৭:১৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৮:০৬

ঢাকা: রাজধানীর কেরাণীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুনে দগ্ধ ২৩ জনকে এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে প্রাইম প্যাক্ট নামে ওই কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের লিডার আব্দুস সামাদ আজাদ সারাবাংলাকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কেরাণীগঞ্জের ওই কারখানায় আগুন লাগে। ওই কারখানাটিতে ওয়ান টাইম প্লেট তৈরি করা হয়। এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান আব্দুস সামাদ আজাদ।

এদিকে, ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাইম প্যাক্ট কারখানার আগুনে দগ্ধ কমপক্ষে ২৩ জনকে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালে ভর্তি হওয়া দগ্ধ রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, কারখানাটিতে কিছু মেরামতের কাজ চলছিল। এ অবস্থায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে দগ্ধ কেরাণীগঞ্জ টপ নিউজ প্লাস্টিক কারখানায় আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর