Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্থ গোপালের মামলার তদন্তের কী অবস্থা জানতে চান হাইকোর্ট


১১ ডিসেম্বর ২০১৯ ১৭:২৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৮

ঢাকা: রাজধানীর ভূতের গলির ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা জব্দের ঘটনায় সিলেটের সাময়িক বরখাস্ত হওয়া কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের দুর্নীতির মামলার তদন্তের সর্বশেষ অবস্থা কী তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী ৩০ জানুয়ারি এ বিষয়ে আদালতকে জানাতে বলা হয়েছে। পরে তার জামিন আবেদন শুনানির জন্য ২ ফেব্রুয়ারি দিন ঠিক করেন আদালত।

বুধবার (১১ ডিসেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও কামরুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

খুরশীদ আলম বলেন, ‘আজকে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে। আদালত এই মামলার তদন্তের অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। ৩০ জানুয়ারি তদন্ত কর্মকর্তা এটি জানাবেন। আর জামিন আবেদন শুনানির জন্য ২ ফেব্রুয়ারি দিন রেখেছেন আদালত।’

এর আগে, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে জামিন নামঞ্জুর হওয়া আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পার্থ গোপাল বণিক।

গত ২৮ জুলাই বিকেলে পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে দুদক। পার্থ বণিকের বাসায় অভিযান চালানোর আগে, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

৮০ লাখ টাকা টপ নিউজ দুদক দুর্নীতি দমন কমিশন পার্থ গোপাল হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর