মহাকাশে নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত
১১ ডিসেম্বর ২০১৯ ১৭:৫২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৮:০৫
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-আইএসআরও একটি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বুধবার (১১ ডিসেম্বর)। অন্ধ্র প্রদেশের মহাকাশবন্দর থেকে পিএলএসভি-সি৪৮ রকেটের মাধ্যমে আরআইএসএটি-২বিআর১ নামের এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। একই রকেটে আরও নয়টি বাণিজ্যিক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের ৬টি ও ইসরাইল, ইতালি ও জাপানের একটি করে স্যাটেলাইট বহন করে এই রকেট।
মহাকাশ থেকে প্রয়োজনীয় ছবি তোলার কাজ করবে এ স্যাটেলাইট। ৬২৮ কেজি ওজনের এই স্যাটেলাইটটি মূলত দেশটির প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করবে। তবে প্রতিরক্ষার পাশাপাশি কৃষি, বন ও দুর্যোগ ব্যবস্থাপনায়ও এসব চিত্র কাজে লাগানো হবে।
বুধবার আইএসআরও জানায়, উৎক্ষেপণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি স্যাটেলাইট তাদের নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।
এই স্যাটেলাইটটিকে বলা হচ্ছে মহাকাশ থেকে নজরদারির ক্ষেত্রে ভারতের এ পর্যন্ত সবচেয়ে সক্ষম স্যাটেলাইট। স্যাটেলাইটটির মিশন লাইফ পাঁচ বছর।