বনানীতে বাসায় চীনা নাগরিকের লাশ
১১ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৮:১২
ঢাকা: রাজধানীর বনানীতে একটি বাসায় মাটিচাপা দেওয়া অবস্থায় গাউজিয়ান ইউ ( ৪৭) নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশে পাথরের ঠিকাদারি করতেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১টার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসার ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ বনানীর ওই বাড়িতে গিয়ে মাটি খুঁড়ে বিদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে। গাউজিয়ান ইউ নামের ওই ব্যক্তির পুরো শরীর মাটি চাপা দিলেও এক হাতের একটি অংশ বাইরে ছিল। কখন তাকে মাটিচাপা দেওয়া হয়েছিল সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানতে পেরেছি তিনি বাংলাদেশে পাথরের ঠিকাদারি করতেন। তার পরিবার চীন থেকে আসা যাওয়া করত। আমরা তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি। জিজ্ঞাসাবাদের জন্য তিনজন নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে।
কীভাবে মৃত্যু হলো কিংবা কেউ হত্যা করে মাটিচাপা দিয়েছে কি-না সেসব বিষয় অনুসন্ধান করতে টিম কাজ করছে বলেও জানান তিনি।