রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত
১১ ডিসেম্বর ২০১৯ ১৬:১৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৬:২০
ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় সুফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় সুফিয়ার মৃত্যু হয়।
সুফিয়া বেগম জামালপুর ইসলামপুর উপজেলার মৃত তোতা মিয়ার স্ত্রী। দুই সন্তান নিয়ে খিলগাঁও স্টাফ কোয়ার্টারে থাকতেন। তিনি ভিক্ষাবৃত্তি করতেন।
নিহতের ছোটবোন আমিরুন বেগম জানান, সকালে তার বোন ভিক্ষা করতে বের হয়েছিলেন। পরে শুনি পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হয়েছেন। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।