‘ধর্মনিরপেক্ষ দেশ থেকে পদস্খলন হলে ভারতের অবস্থান দুর্বল হবে’
১১ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ২১:৫৫
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারত ঐতিহাসিকভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। সেখান থেকে পদস্খলন হলে দেশটির ঐতিহাসিক অবস্থান দুর্বল হয়ে যাবে।
বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এর আগে, ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের মন্ত্রী অমিত শাহ তার বক্তব্যে বলেন, ‘প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন না থামার কারণে তারা নাগরিকত্ব সংশোধনী বিলটি এনেছেন।’
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ‘আমি মনে করি, এ ব্যাপারে যে কথা উঠেছে সেগুলো সত্য নয়। আমাদের দেশে সংখ্যালঘু ও ধর্মীয় নির্যাতন হয় না। আমাদের দেশে ধর্ম যার যার। কিন্তু উৎসব সবার। এখানে অন্য ধর্মের কেউ নির্যাতিত হয় না। সম্প্রতি বিদেশ থেকে আমাদের অনেক লোক দেশে ফিরে আসছে। কারণ, আমরা উন্নয়নের মহাসড়কে উঠেছি। এখানে সব ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে।’
আবদুল মোমেন আরও বলেন, ‘আমাদের সরকারের অনেক বড় বড় সিদ্ধান্ত নেয় অন্য ধর্মের লোক। আমরা তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে একই দৃষ্টিতে দেখি। কে কোন ধর্মের, সেটা আমরা বিচার করি না। বিচার করি যে, সে বাংলাদেশের নাগরিক কিনা বা তার যোগ্যতার মাপকাঠি। আমাদের সবধরনের চাকরি-বাকরিতে সব ধর্মের লোক রয়েছে। তাদের আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে দেখি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বলে ভারত যে তথ্য দিয়েছে সেটা সত্য নয়। যারা এ তথ্য দিয়েছেন তারা সত্য বলেননি। এবং যারা বুঝেছেন তারাও সত্য বলেননি। আমি আশা করব, বাংলাদেশে যারা সংখ্যালঘু নেতৃত্বে রয়েছে তারাই এ বিষয়ে কথা বলবেন।’
তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের মধ্যে এখন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলছে; যা সোনালী অধ্যায় নামে পরিচিত। বাংলাদেশের মানুষ আশা করে, ভারত এমন কিছু করবে না যা আমাদের দুশ্চিন্তার কারণ হবে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন যে, তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। ভারতে ধর্মভিত্তিক যে নাগরিকত্ব বিল সম্প্রতি পাস হয়েছে এ সম্পর্কে তিনি বলেন, ‘ভারত এই বিল অনুমোদন করে নিজের অবস্থানকে দুর্বল করছে।’
টপ নিউজ ড. এ কে আবদুল মোমেন ধর্মনিরপেক্ষ পদস্খলন পররাষ্ট্রমন্ত্রী ভারত