মানবতাবিরোধী অপরাধ: টিপু সুলতানের বিচারের রায় পড়া শুরু
১১ ডিসেম্বর ২০১৯ ১০:৫৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১২:১০
ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিরুদ্ধে চলা মামলার রায় পড়া শুরু হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের বিচারক তিন বিচারক ১৭৭ পৃষ্ঠার এ রায় পড়ছেন। এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল ৪১তম রায় ঘোষণা করছেন।
এর আগে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য এই দিন ঠিক করেন।
মামলাটির বিচারিক কাজ শেষে গত ১৭ অক্টোবর রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
রায় উপলক্ষে আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।