আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলা
১১ ডিসেম্বর ২০১৯ ১০:১১
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে উত্তরে বাগরাম বিমান ঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক সম্মেলন স্থলের কাছাকাছি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে এই হামলা হয়। আফগান পুলিশের এক কর্মকর্তার বরাতে এ আত্মঘাতী হামলার খবর অ্যাসোসিয়েটেড প্রেস।
তবে, তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে উত্তর পারওয়ান প্রদেশের পুলিশ কমান্ডার জেনারেল মাহফুজ ওয়ালিযাদা অ্যাসসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ওই হামলায় কয়েকটি বসত বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হামলায় কয়েকজন হতাহত থাকতে পারেন বলে তিনি সন্দেহ করছেন। কিন্তু তার সংখ্যা কত, তা এখনই জানাতে পারছেন না।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, থ্যাংকস গিভিং ডে উপলক্ষ্যে এক অনির্ধারিত সফরে এই বাগরাম সামরিক ঘাঁটিতে উপস্থিত হয়ে মার্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৈন্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছিলেন।
আফগানিস্তান গাড়ি বোমা হামলা টপ নিউজ বাগরাম মার্কিন সামরিক ঘাঁটি