যুক্তরাষ্ট্রের কালো তালিকায় মিয়ানমারের ৪ সেনা কর্মকর্তা
১১ ডিসেম্বর ২০১৯ ০২:২৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৩:২৯
ঢাকা: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে ১৮ জন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে। এরমধ্যে মিয়ানমারের রাখাইনে গণহত্যার দায়ে দেশটির চার সেনা কর্মকর্তাও রয়েছেন।
ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
ওই বার্তায় বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রাখাইন, সান, কাচিনসহ একাধিক রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন করেছে, যা অপরাধ। এজন্য যুক্তরাষ্ট্র মিয়ানমারের চারজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে। এই কর্মকর্তারা এখন থেকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রে এদের নামে কোনো সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত হবে এবং যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক এদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন বা বানিজ্য করতে পারবে না।
কালো তালিকাভুক্ত হওয়া চার সেনা কর্মকর্তা হলেন, মিয়ানমার সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, সেনাবাহিনীর উপপ্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন, ৯৯ লাইট ইনফেন্ট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল থান ও ৩৩ লাইট ইনফেন্ট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল অং অং।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের মন্ত্রী স্টেফিন টি মনচিন বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনো হত্যা, খুন, যৌন সহিংসতা, ধর্ষণ বা অমানবিকতাকে সহ্য করবে না।’
কালো তালিকা গণহত্যা মিয়ানমার মিয়ানমারের ৪ সেনা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের কালো তালিকা