আপিল বিভাগে বসানো হচ্ছে সিসি ক্যামেরা
১০ ডিসেম্বর ২০১৯ ২৩:০২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:২৮
ঢাকা: দেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগের এজলাস কক্ষে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর আপিল বিভাগের এক নম্বর কোর্টের এজলাস কক্ষে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়। পুরো এজলাস কক্ষ ক্যামেরার আওতায় আনতে আটটি সিসি ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে।
খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে হট্টগোলের ঘটনার পর আপিল বিভাগের এজলাস কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল সোমবার (৯ ডিসেম্বর) এক সভায় এ সিদ্ধান্ত নেন।
আপিল বিভাগ ছাড়াও হাইকোর্ট বিভাগের যে সব স্থানে বসানো সিসিটিভি ক্যামেরা অকার্যকর, সেগুলোও কার্যকর করার সিদ্ধান্ত হয় বৈঠকে।
গত ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগে ব্যাপক হট্টগোল হয়। এ ঘটনাকে স্বাধীনতার পর সর্বোচ্চ আদালতে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন স্বয়ং প্রধান বিচারপতি। ঘণ্টার পর ঘণ্টা হট্টগোলে বন্ধ ছিল আপিল বিভাগের বিচার কাজ।
এ অবস্থায় আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার খালেদার জামিন শুনানির জন্য দিন ঠিক করা রয়েছে।