Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোয়েটার কারখানায় বয়লার বিস্ফোরণে পথচারীর মৃত্যু


১০ ডিসেম্বর ২০১৯ ২১:০৪

সাভার (ঢাকা): সভার উপজেলায় ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেড নামে একটি পোশাক কারখানার বয়লার বিস্ফোরণে রিমা খাতুন (২০) নামে এক পথচারী মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সাভার জোনের লিডার আনোয়ারুল হক বলেন, নিয়ম না মেনে পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার দিয়ে বয়লার চালানো হচ্ছিল। সকাল ৭টা ৪০ মিনিটে বয়লার বিস্ফোরণ হলে কারখানার দেয়াল ধসে পড়ে। দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র জানিয়েছে, রাজু টাওয়ার নামে ভবনটির মালিকের নাম রাজু আহমেদ। তার বাড়ি আশুলিয়ার চাঁনগাও এলাকায়।

বয়লার বিস্ফোরণ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর