দোকান ভাঙচুর: এপিক প্রপার্টিজের ৩ পরিচালকের বিচার শুরু
১০ ডিসেম্বর ২০১৯ ২০:৪৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ২০:৫৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের খ্যাতনামা আবাসন প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজের তিন পরিচালকসহ চার জনের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার বিচার শুরু হয়েছে।
মামলার আসামিরা হলেন— এপিক প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এসএম আবু সুফিয়ান, পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সোলায়মান ও নিরাপত্তা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মোল্লা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা মোহাম্মদ এমরান সারাবাংলাকে বলেন, ‘নকশা না মেনে জোরপূর্বক দেওয়াল নির্মাণে বাধা দেওয়ায় একজন দোকানিকে মারধর করে তার দোকান ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের হয়েছিল। মামলার চার আসামির বিরুদ্ধে আজ (মঙ্গলবার) অভিযোগ গঠনের শুনানি হয়েছে। আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনালে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় এপিক ডিভাইন নামে একটি বহুতল ভবনের একটি দোকানের মালিক শফিকুল আলম ২০১৩ সালে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেছিলেন।
মামলার এজাহারে বলা হয়, শফিকুল এপিক ডিভাইন থেকে ৩১ নম্বর দোকান ফ্ল্যাট কিনে ওষুধের ব্যবসা করে আসছিলেন। আসামিরা ২০১৩ সালের ১৩ জুন সন্ধ্যা ৬টায় বাদীর দোকানের পশ্চিম পাশের দরজাটি বন্ধ করে সেখানে দেয়াল নির্মাণ শুরু করে। এতে বাধা দিলে আসামিদের নির্দেশে আরও ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার দোকানে ভাঙচুর চালায় ও তাকে মারধর করে। এসময় এক আসামি দোকানের ক্যাশ থেকে ২৪ হাজার টাকা নিয়ে যান। এছাড়া ভাঙচুর করে ৩৫ হাজার টাকার ক্ষতিসাধন করে।
ঘটনার দুই দিন পর ১৫ জুন পাঁচলাইশ থানায় এজাহার দায়ের করেন শফিকুল। ২০১৩ সালের ২২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।