কেরাণীগঞ্জে লেপ-তোষকের দোকানে আগুন, নিহত ১
১০ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ২০:১২
ঢাকা: দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি লেপ-তোষকের দোকানে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে মহিউদ্দিন (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (১০ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেলে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মহিউদ্দিনের ফুফাতো ভাই উজ্জল শিকদার জানায়, দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকার বাসিন্দা ছিলেন মহিউদ্দিন। হাসনাবাদ এলাকায় তার আল আরাফ নামের একটি লেপ-তোষকের দোকান ছিল। সে সকালে দোকানেই ছিল। সেখানে আগুন লেগে দগ্ধ হন তিনি। মহিউদ্দিন চার মেয়ে এক ছেলের জনক ছিলেন।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ারের পাঁচটি ইউনিট যায়। সেখানে গিয়ে বেলা পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন মারা গেছেন।
রাসেল শিকদার আরও জানান, অগ্নিকাণ্ডে ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।