চেক প্রজাতন্ত্রে হাসপাতালে গুলি, নিহত ৬
১০ ডিসেম্বর ২০১৯ ১৯:৪১
চেক প্রজাতন্ত্রের অস্ট্রেভা শহরের একটি হাসপাতালে গুলি করে অন্তত ৬ জনকে হত্যা করা হয়েছে। এরপর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই হামলার ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
অঘোষিত সূত্র জানিয়েছে, হামলাকারী নিজেও হাসপাতালের রোগী।
সে বিশ্রাম কক্ষে গুলি চালায়। ৩ ঘণ্টা পর একটি গাড়িতে তার মৃতদেহ পাওয়া যায়। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতালের পরিচালক জিরি হাভারলেন্ত বলেন, কোনোরকম সুযোগ না দিয়েই হামলাকারী গুলি চালায়। এতে ৯ রোগী আহত হয়েছেন। নিহত ৬ জনের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী।
হাসপাতালটি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।