কোনো মাদরাসা জঙ্গি তৈরি করে না: স্বরাষ্ট্রমন্ত্রী
১০ ডিসেম্বর ২০১৯ ১৯:২১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৯:২৮
ঢাকা: মাদরাসা থেকে জঙ্গি সৃষ্টি হয় এমন ধারণা সঠিক নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোনো মাদরাসা জঙ্গি তৈরি করে না। কারণ ইসলামে এর কোনো স্থান নেই। শুধু তাই নয়, বিশ্বের কোনো ধর্মই মানুষ হত্যার অনুমোদন দেয় না।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন-২০১৯’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে ছেলেমেয়েরা যেন বিষণ্নতা ও একাকীত্বে না ভোগে। তাদের বিভিন্নভাবে নিজেদের সঙ্গে জড়িত রাখতে হবে। তবেই জঙ্গিবাদের মতবাদ বা চিন্তা ভাবনা থেকে তাদের দূরে রাখতে পারব।’
তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ইন্টারনেটে কোনো কিছু দেখেই তা সহজে বিশ্বাস করবেন না। শুধুমাত্র নিশ্চিত হলেই সেটা বিশ্বাস করা উচিত। এজন্য নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে- কোনটা আমি বিশ্বাস করব, আর কোনটা করব না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন জঙ্গিবাদ নির্মূলে বিশ্বে রোল মডেল। জঙ্গি দমনে আমরা অনেকটাই সফল হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদবিরোধী জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। তিনি জঙ্গিবাদ দমনের জন্য নির্দেশ দিয়েছিলেন, সেই কাজটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বেশ সুন্দরভাবে করেছেন।’
তিনি আরও বলেন, ‘শান্তিপ্রিয় এই দেশে জঙ্গি, সন্ত্রাস আসবে এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আমাদের হাজার বছরের ইতিহাসে যুদ্ধ বিগ্রহ হয়েছে, কিন্তু জঙ্গি সন্ত্রাসের কাহিনী ছিল না। হঠাৎ করেই টার্গেট কিলিং শুরু হলো। প্রথমে ইতালির নাগরিক, তারপর জাপানের নাগরিককে টার্গেট। তবে যে পরিস্থিতিই হোক না কেন সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশের জনগণ জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়নি। ভবিষ্যতেও দেবে না।