Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণকে যারা মানবাধিকার থেকে বঞ্চিত করেছে তারা ডাকাত’


১০ ডিসেম্বর ২০১৯ ১৫:১৩

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, যারা জনগণকে মানবাধিকার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে, জনগণকে যারা ভোট দিতে দেয়নি তারা ডাকাত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ আয়োজিত বিশ্ব মানবাধিকার পরিস্থিতি ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, ‘যারা মানবাধিকার লঙ্ঘন করেছে। জনগণের ভোটাধিকার হরণ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এ জন্য দল, মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ জাতি বিজয় অর্জনকারী জাতি। এ জাতি অন্যায়ের কাছে আত্মসমর্পণ করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে অনেক স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করেছে। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এখন যারা মনে করে অস্ত্রের ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকবে তারা বোকার স্বর্গে বাস করছে।’

ড. কামাল আক্ষেপ করে বলেন, ‘স্বাধীন দেশের মালিক জনগণ। সংবিধানে এ কথা স্পষ্ট করে লেখা আছে। অথচ দেশের জনগণ স্বাধীনতা ভোগ করতে পারছে না।’ যারা হুমকি-ধামকি দিয়ে বাক স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে গ্রামে-গঞ্জে পাড়া-মহল্লায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তারা একটি স্বপ্নকে সামনে রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ স্বাধীনতার ৪৯ বছরেও তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে জনগণকে এক্যবদ্ধ হওয়া জরুরি।’

বিজ্ঞাপন

বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হুদা মিলু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মো. মোফাজ্জেল করিম প্রমুখ।

ড. কামাল ডাকাত ভোটাধিকার মানবাধিকার হরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর