‘আদর্শের লড়াইয়ে অধ্যাপক অজয় রায় ছিলেন আপসহীন’
১০ ডিসেম্বর ২০১৯ ১১:৩৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৯
ঢাকা: সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, স্বজন হারালেও আদর্শের লড়াইয়ে অধ্যাপক অজয় রায় ছিলেন আপসহীন। তার মৃত্যুতে দেশ হারালো একজন মুক্তবুদ্ধি চর্চার মানুষকে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) অধ্যাপক অজয় রায়ের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষ তিনি সারাবাংলাকে এসব কথা বলেন।
সাংবাদিক মঞ্জুরুল আহসান বলেন, ‘অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে আমরা হারালাম একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষকে। তিনি আজীবন ছিলেন একজন মুক্তবুদ্ধির চিন্তক। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন তিনি আমৃত্যু।’
তিনি আরও বলেন, ‘পুত্রশোকে তিনি ততটা ভেঙে পড়েননি, যতটা তিনি সমাজে চলমান কিছু বিশৃঙ্খলা দেখে ভেঙে পড়েছিলেন। তিনি ছেলে হারানোর পরে বলেছিলেন আমার সন্তান আদর্শের লড়াইয়ে প্রাণ দিয়েছে। এটি গর্বের বিষয় কারণ আদর্শের কখনো মৃত্যু নেই।’
বিদায় জানাবেন স্বজনরা, শেষবারের মতো নিজ বাড়িতে অজয় রায়ের মরদেহ
অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে মুক্তবুদ্ধির চিন্তায় যে ক্ষতি হয়েছে বাংলাদেশে তা অপূরণীয় এক ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে মারা যান অজয় রায়। ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িত মুক্তিযোদ্ধা অজয় রায়ের বয়স হয়েছিল ৮৪ বছর। ২৫ নভেম্বর জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।