Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার


১০ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৩

বগুড়া: বগুড়া-জয়পুরহাট মহাসড়কের কাশিপুর দক্ষিণপাড়া রাস্তায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ৮৬১ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। সোমবার রাতে শিবগঞ্জ উপজেলায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. সাইদুল ইসলাম (৩৫), মো. খায়রুল ইসলাম (২৭) ও মো রেজাউল ইসলাম (৩২)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে সোমবার রাত আনুমানিক ৮টায় র‌্যাব-১২ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার বগুড়া-জয়পুরহাট মহাসড়কের কাশিপুর দক্ষিণপাড়া রাস্তায় একটি ট্রাকে অভিযান চালায়। এ সময় ৮৬১ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন, ৫টি সিম, ১ টি ট্রাক এবং মাদক বিক্রয়ের নগদ ১৪ হাজার ৫০০ টাকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

ফেনসিডিল মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর