Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিতর্কিত নাগরিকত্ব বিল লোকসভায় পাস


১০ ডিসেম্বর ২০১৯ ০৬:২২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১১:৩৮

ভারতের লোকসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। সোমবার (৯ ডিসেম্বর) দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বিতর্কের পর মধ্যরাতে বিলটি পাস হয়।

রাত সাড়ে ১২টার দিকে ভারতের নিম্নকক্ষ লোকসভায় ৩১১-৮০ ভোটে বিলটি পাস হয়। এরপর রাজন্যসভায় পাস হলেই বিলটি আইনে পরিণত হবে। জানা গেছে, বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় বিলটি উত্থাপন করা হতে পারে।

এসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, শিগগিরই পুরো ভারতকে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) আওতায় নেওয়া হবে। তিনি বলেন, বিলটি পাশ হওয়ার ফলে প্রতিবেশি তিন দেশের অমুসলিম শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। তবে এই আইন পাশ হলে দেশের মুসলমান ধর্মাবলম্বীদের কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

এর আগে দুপুরে অমিত শাহই বিলটি উত্থাপন করেন। রাতে তিনিই বলেন, এই বিলের সঙ্গে ভারতে বসবাসকারী মুসলমানদের কোনো সম্পর্ক নেই, বা এতে তাদের কোনো সমস্যাও হবে না। তারা যেমন ছিলেন তেমনই থাকবেন।

এদিকে বিল পাসের পর অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যারা বিলের পক্ষে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদও জানান তিনি।

বিল সম্পর্কে অমিত শাহ আরও বলেন, এটি মুসলিম বিরোধী কোনো আইন নয়। তবে এই আইনের আওতায় বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্থান থেকে ভারতে শরনার্থী হিসেবে যাওয়া কোনো মুসলিম পড়বেন না। কেননা, এইসব দেশগুলোতে মুসলিমরা মোটেও সংখ্যালঘু নয়।

এনআরসি নাগরিকত্ব বিল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর