Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় শ্রীলঙ্কান নারীর মরদেহ উদ্ধার


৯ ডিসেম্বর ২০১৯ ২৩:১৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৯ ২৩:৩১

ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায় অবস্থিত রূপায়ন টাউন থেকে রেবেকা অধিকারিনী নামে এক শ্রীলঙ্কান নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একটি বায়িং হাউজে কর্মরত ছিলেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে রূপায়ন টাউনের ১১ নম্বর ভবনের তিন তলার ফ্ল্যাট থেকে রেবেকার মরদেহ উদ্ধার করা হয়। রেবেকা শ্রীলঙ্কান নাগরিক। সিদ্ধিরঞ্জে আদমজী ইপিজেডের কুনচুঙ্গা নামক একটি বায়িং হাউজের মার্চেন্ডাইজার হিসেবে কাজ করতেন তিনি।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, নিজের ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রেবেকা অধিকারিনীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মুত্যুর কারণ জানা যাবে।

ইপিজেড মরদেহ উদ্ধার শ্রীলঙ্কান নারীর মরদেহ