বঙ্গবন্ধু বিপিএলের টিকিট মঙ্গলবার থেকে, দাম ২শ থেকে ২ হাজার
৯ ডিসেম্বর ২০১৯ ২২:৩০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৪:১০
বঙ্গবন্ধু বিপিএল টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে দুইশ টাকা। আর সর্বোচ্চ মূল্য ২ হাজার টাকা। টিকিট বিক্রি শুরু হবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে।
টিকিটের মূল্য তালিকানুযায়ী গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড পাঁচশ টাকা, ক্লাব হাউস পাঁচশ টাকা, উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারি তিনশ ও পূর্ব দিকের গ্যালারির টিকিটের দাম দুুইশ টাকা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে টিকিট পাওয়া যাবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর বুথ ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে।
এছাড়াও অনলাইনে www.sohoj.com, www.paypoint.com.bd ও www.gadgetbangla.com থেকে টিকিট কেনা যাবে।
আর এক দিন বাদে সাত দলের অংশগ্রহণে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। ১১ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে চিটাগং চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স।