রাজধানীর মোহাম্মদপুরে শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
৯ ডিসেম্বর ২০১৯ ২০:২৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৯ ২০:২৬
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় আরিফা আক্তার (১১) নামে এক শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে সংবাদ পেয়ে পুলিশ মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের সাত নম্বর রোডের টিনসেড বাসা থেকে আরিফার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পরে মৃহদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা জানান, মৃত আরিফা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রিকশা চালক আহম্মদ আলীর মেয়ে। সে বাবা-মার সাথে ওই বাসায় থাকত।
পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, আরিফাকে বাসায় একা রেখে বাবা-মা যে যার মতো কাজে চলে যায়। শিশুটির মা মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে। আরিফের বড় বোন স্থানীয় পোশাক কারখানায় ডিউটিতে ছিল। আরিফকার মা বাসায় এসে তাকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগা অবস্থায় ঘরের সিলিংয়ের বাঁশের সাথে ঝুলতে দেখে।
এস আই হারুন জানান, আরিফা মানসিক ভারসাম্যহীন ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।