কৃষক পার্টির সভাপতি সাইদুর, সম্পাদক লিয়াকত
৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৫০ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৯ ১৮:০০
ঢাকা: সাইদুর রহমান টেপাকে সভাপতি ও লিয়াকত হোসেন চাকলাদারকে সাধারণ সম্পাদক করে জাতীয় কৃষক পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সেগুনবাগিচার কচিকাঁচার মেলা মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে, দুপুর ১২টায় জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন ও কুবুতর উড়িয়ে জাতীয় কৃষক পার্টির সম্মেলন উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এসময় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন লিয়াকত হোসেনে চাকলাদার।
সম্মেলন শেষে জাতীয় কৃষক পার্টির সভাপতি হিসেবে সাইদুর রহমান টেপা ও সাধারণ সম্পাদক পদে লিয়াকত হোসেন চাকলাদারকে দুই বছরের জন্য মনোনীত করা হয়। সাইদুর রহমান এর আগেও পার্টির সভাপতি ছিলেন, আর লিয়াকত ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
‘পেঁয়াজ ছাড়া রান্না করতে পারলে আ.লীগ ছাড়াও দেশ চলবে’
কৃষক পার্টির সভাপতি সাইদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে- জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ফয়সল চিশতি, মীর আব্দুর সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু এবং জাতীয় কৃষক পার্টির সারা দেশের জেলা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।