বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
৯ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৪
বগুড়া: বগুড়ার শেরপুরের কলেজ রোড এলাকায় ট্রাকচাপায় মহির উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ভোর সোয়া ৫টায় এ ঘটনা ঘটে। মহির উদ্দিন শেরপুরের হাপুনিয়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মহির উদ্দিন বাড়ি থেকে বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর কলেজ রোড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশের সহযোগিতায় শেরপুর ফায়ার সার্ভিসের লোকজন নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শেরপুর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।