হল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা দিলো ঢাবির মুহসীন হল সংসদ
৯ ডিসেম্বর ২০১৯ ১২:২৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৯ ১২:৫৮
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে গ্র্যাজুয়েট শেষ করা শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হল সংসদ। সোমবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় হল মাঠে এ সংবর্ধনা ও চা-চক্র অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, হল সংসদের কোষাধ্যক্ষ আবাসিক শিক্ষক ইফতেখারুল ইসলাম, হল সংসদের ভিপি শহিদুল শিশির, জি এস মেহেদি হাসান মিজানসহ সংসদের নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হল সংসদের জি এস মেহেদী হাসান মিজান
শুভেচ্ছা বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে সমাবর্তন প্রার্থী জহির রায়হান বলেন, ‘একসঙ্গে গণরুমে বেড়ে উঠেছি এখন সমাবর্তন নিচ্ছি। সামনে সময় যেন এগিয়ে যেতে পারি তার জন্য দোয়া চাই।’
মুহসীন হল সংসদের ভিপি সহিদুল হক শিশির বলেন, ‘হলে সমাবর্তন নেওয়া শিক্ষার্থীদের একটা কমন প্ল্যাটফর্ম দরকার। এটির ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। আগামীতে এটি আরও সুন্দরভাবে করা হবে।’
হল সংসদের জি এস মেহেদী হাসান বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু সদিচ্ছার কোনো অভাব নেই। আগামী দিনে এ অনুষ্ঠানের ধারাবাহিকতা রক্ষা করা হবে। সুন্দরভাবে হল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা দেওয়া হবে।’
হলের আবাসিক শিক্ষক ইফতেখারুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষক হিসেবে তোমাদের লালন করি। সেটি ক্যামেরাবন্দি করার সুযোগ মিলবে। ১০-১৫ বছর পর এই স্মৃতি দেখে মনে পড়বে।’ এরকম উদ্যোগ নেওয়ার জন্য তিনি হল সংসদকে ধন্যবাদ জানান।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘মুহসীন হলে অনেক কৃতী শিক্ষার্থী জন্ম নিয়েছেন। এটি বিদায়ী সংবর্ধনা না। বরং সার্টিফিকেট অর্জনের প্রক্রিয়া। একাডেমিক জীবনের সফলতা নিয়ে আগামী দিনে তোমরা দেশ ও জাতিকে আলোকিত করবে এটিই কাম্য।’