বনানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু
৮ ডিসেম্বর ২০১৯ ২৩:০৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ২৩:০৯
ঢাকা: রাজধানীর বনানী স্টাফ রোড এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে তার পরিচয় জানা যায়নি। শিশুটির বয়স আনুমানিক ১১ বছর।
রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে। সকালের দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যাই।
এসআই আরও জানান, মৃত শিশুর পরনে ছিল পায়জামা-পাঞ্জাবি। তার নাম-ঠিকানা এখনো জানতে পারেনি।