দেশের উন্নয়নের ম্যাজিক জানতে চেয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী
৮ ডিসেম্বর ২০১৯ ২০:০৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ২০:৫০
ঢাকা: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক জানতে চেয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী। এছাড়া প্রশ্ন করে করেছিলেন, ‘আপনার উন্নয়নের ম্যাজিক কী?’
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৩৯তম বিশেষ (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসকের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে যান। সেই সময় জাপানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন, আপনার উন্নয়নের ম্যাজিক কী? তখন শেখ হাসিনা বললেন, পরে আপনার সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠকে সেই রহস্য বলবো।’
এছাড়া তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। বিদেশিরা আজ উন্নয়নের সেই রহস্য জানতে চায়। এখন আমরা যখন বিদেশে যাই তখন বিদেশিরা বলে তোমরা কোন দেশ থেকে এসেছো? আমরা যখন বলি বাংলাদেশ থেকে এসেছি, তখন তারা বলে, ওহ! বাংলাদেশ, তোমাদের এত উন্নয়নের রহস্য কী?’
অনুষ্ঠানে উপস্থিত নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল চিকিৎসকরা গ্রামে গিয়ে মেহনতী মানুষকে সেবা দেবে। চিকিৎসকদের জনগণকে সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।‘
৩৯তম বিশেষ (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিপের সভাপতি ডা. ইকবাল আর্সলানসহ অনেকে।