ভালুকায় দুই বাসের সংঘর্ষ, আহত ৪০
৮ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৭
ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় দুই বাসের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক। গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মেহেরাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভালুকা থানার ওসি মউন্উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল পৌনে ৩ টার দিকে বাদশা টেক্সটাইল কোম্পানির শ্রমিকবাহী একটি মিনিবাস স্কয়ার মাস্টারবাড়ি থেকে ভালুকা উপজেলা সদরে যাচ্ছিল। পথে মেহেরাবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় এই সংঘর্ষ হয়।