Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশের এসআইয়ের


৮ ডিসেম্বর ২০১৯ ১৭:২৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৫

বাগেরহাট: বাগেরহাটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক ট্রাকের ধাক্কায় মো. রেজাউল করিম (৫৫) নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। রেজাউল করিমের বাড়ি মাগুরা জেলায়। তিনি বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই রেজাউল করিম আদালতে মামলার তথ্য সংক্রান্ত কাজ শেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হচ্ছিলেন। এসময় বাগেরহাট থেকে খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছে।

এসআইয়ের মৃত্যু ট্রাকের ধাক্কা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর