মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ
৮ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ২০:৫২
ঢাকা: ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অভিনেত্রী মিথিলা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির ‘অন্তরঙ্গ’সহ ব্যক্তিগত ছবি দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন বিচারপতিরা।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।
এর আগে, গত বৃহস্পতিবার ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ছবি না সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। জনস্বার্থে রিটটি দায়ের করেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম।