Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ


৮ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ২০:৫২

ঢাকা: ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অভিনেত্রী মিথিলা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির ‘অন্তরঙ্গ’সহ ব্যক্তিগত ছবি দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন বিচারপতিরা।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

এর আগে, গত বৃহস্পতিবার ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ছবি না সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। জনস্বার্থে রিটটি দায়ের করেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম।

ছবি সরানোর নির্দেশ মিথিলা মিথিলা-ফাহমি