Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শীতের পাখিদের’ আওয়ামী লীগে দরকার নেই: ওবায়দুল কাদের


৮ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ১৯:১৯

ফাইল ছবি

বরিশাল: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বহিরাগত খারাপ লোক দলে এসে সব উন্নয়ন, অর্জন উইপোকার মতো খেয়ে ফেলছে। এরা শীতের পাখির মতো আসে, খেয়ে-দেয়ে আবার চলে যায়। এদের আওয়ামী লীগে দরকার নেই।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখনো চক্রান্ত চলছে, সরকার উৎখাতের পাঁয়তারা চলছে। দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাদের বাঁচাতে হবে। আর এজন্য শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় দরকার। চাঁদাবাজ, টেন্ডারবাজদের দলে দরকার নেই। শীতের অতিথি ও মৌসুমী পাখিদের দরকার নেই।

সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা আমীর হোসেন আমু, আবুল হাসানাত আব্দুল্লাহ, গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ১৫ হাজার নেতা-কর্মী সম্মেলনে অংশ নেন।

আওয়ামী লীগ বহিরাগত শীতের পাখি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর