Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরুলে ভর দুপুরে খুন, জনতার হাতে আটক দুর্বৃত্ত


১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০০ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৯:১৬

স্টাফ করেসপন্ডেন্ট 

ঢাকা: রাজধানীর মেরুলে ভর দুপুরে একজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আবুল বাসার বাদশা(৩০) নামের এক যুবক মারা গেছেন। তবে গুলি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে বন্দুকসহ ধরা পরেছে নরুল ইসলাম নামের এক দুর্বৃত্ত।

শনিবার বেলা ১টার দিকে মেরুল বাড্ডার মাছ বাজারের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই গুলিবিদ্ধ অবস্থায় বাদশাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা.আলাউদ্দিন এসময় জানান, তার মুখের থুতনি দিয়ে গুলি ভেদ করে মাথায় গিয়ে আঘাত করেছে।পরে চিকিৎসা চলা অবস্থায় বাদশা মারা যান। বাদশার স্ত্রী শিউলী আক্তার শনিবার রাতে তার লাশ সনাক্ত করে।শিউলীর অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বন্ধুরাই গুলি করে হত্যা করেছে তার স্বামীকে।

শিউলি আক্তার জানান, তারা টঙ্গীর গাজিপুরা এলাকায় থাকতো। ওখানে থাকা অবস্থায় মাদক রাখার কারণে বাদশার বিরুদ্ধে টঙ্গি থানায় মামলা হয়। সে মামলায় এক বছর জেল খাটে সে।

তখন বাদশা বাস হেলপারের কাজ করতো। এ চাকরি ছেড়ে সে কয়েক দিন আগে মৌচাকে একটি কাপড়ের দোকানে চাকরি নেয়।শিউলি একটি পোশাক কারখানার শ্রমিক। শনিবার সকালে সে বাদশাকে বাসায় রেখে অফিসে যান। পরে বাসায় থাকা বাদশার মা আমেনা বেগমের কাছে জানতে পারেন, চার যুবক এসে বাদশাকে ডেকে নিয়ে যায়।

শিউলী আরও জানান, বাদশা অনেক আগে পুলিশের সোর্স হিসাবে কাজ করতো। বাড্ডা এলাকার নরুল ইসলাম নামে বাদশার এক বন্ধু তাকে মাদক ব্যবসার জন্য আবার চাপ দিতে থাকে। মাদক ব্যবসায় রাজি না হওয়ায় নরুল ইসলাম তার লোকজন নিয়ে বাদশা কে হত্যা করেছে বলে অভিযোগ তার।

বিজ্ঞাপন

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, মৃত বাদশা পুলিশ সোর্স হিসাবে কাজ করত কি-না, বিষয়টি তাদের জানা নেই। ঘটনা সময় অস্ত্রসহ আটক নরুল ইসলাম মাদক ব্যবসার জড়িত। বিষয়টি গোয়েন্দা পুলিশ দেখছে।তিনি আরও জানান, ঘটনার সময় নরুলসহ চারজন ছিল। পুলিশ বাকি তিনজনকে আটকের চেষ্টা করছে।

সারাবাংলা/এসআর/এমএ/জেডএফ

খুন বাড্ডা মেরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর