Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের সম্মেলনে ৫০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা


৮ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৬

ঢাকা: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে ৫০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির সম্মেলন প্রস্তুতির খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন উপলক্ষে গঠিত খাদ্য উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সারাবাংলা‌কে জানান তিনি।

খাদ্য উপ-কমিটির প্রস্তুতি সম্পর্কে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন ব্যাপক জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে। ত্রিবার্ষিক এ সম্মেলনে সারাদেশ থেকে আসা কাউন্সিলর, ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মীর জন্য খাবারের ব্যবস্থা করা হবে।’

বিজ্ঞাপন

আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। ২০ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন হবে। ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। সম্মেলনে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মী এসে জড়ো হবেন সম্মেলস্থলে। এ নিয়ে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলটি।

আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর