রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাত দলের গোলাগুলি’, নিহত ১
৮ ডিসেম্বর ২০১৯ ০৯:২২ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ১১:৫৪
কক্সবাজার: কক্সবাজারের হ্নীলায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুই ‘ডাকাত দলের গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন। এ ছাড়া গোলাগুলিতে এক শিশুসহ দুইজন আহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রোহিঙ্গা ডাকাত জাকির গ্রুপ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এর আগে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ডাকাত নুরুল আলমের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে এক ডাকাত নিহত ও দুইজন আহত হন।
টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল হাসান জানান, নিহত ডাকাতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। গোলাগুলিতে নুরুল আলম ডাকাতের ছোট ভাই শামসুল আলম এবং রশিদ ফয়সাল নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত ডাকাতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।