Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটিয়ায় ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, গলায় শ্বাসরোধের চিহ্ন


৭ ডিসেম্বর ২০১৯ ২২:০৪

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। এছাড়া গৃহবধূর মরদেহ ঘরে রেখে স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি পালিয়ে গেছে বলেও জানিয়েছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি গ্রামে একটি ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন মজুমদার।

বিজ্ঞাপন

মৃত খায়রুন্নেছা কুসুম (২৫) এলাকার মো. ইব্রাহিমের স্ত্রী। ইব্রাহিম চট্টগ্রাম নগরীতে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলে যাওয়া এসআই বোরহান সারাবাংলাকে বলেন, ‘প্রতিবেশীরা জানিয়েছেন ৫ বছর আগে ইব্রাহিমের সঙ্গে কুসুমের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী এক ছেলে আছে। দুপুরে ওই ছেলেকে নিয়ে তার দাদা-দাদী ঘর ছেড়ে যান। এর আগে ইব্রাহিম চলে যান। হঠাৎ ইব্রাহিমের মা-বাবাকে একসঙ্গে চলে যেতে দেখে প্রতিবেশী কয়েকজনের মনে সন্দেহ হয়। তারা ওই ঘরে গিয়ে মেঝেতে পাটির ওপর শায়িত অবস্থায় কুসুমের মরদেহ দেখে থানায় খবর দেন।’

“কুসুমের গলার দু’পাশে দাগ আছে। শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে”, বলেন পুলিশ কর্মকর্তা।

পলাতক স্বামী ও শ্বশুর-শ্বাশুড়িকে আটক করতে অভিযান চলছে বলেও জানিয়েছেন এসআই বোরহান।

গৃহবধূর মরদেহ পটিয়া উপজেলা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর