Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ


৭ ডিসেম্বর ২০১৯ ১৯:০৫

বগুড়া: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বগুড়ার আদমদীঘির উথরাইল গ্রামের এক গৃহবধূকে মারধর করেছে স্থানীয় এক যুবক। এ ঘটনায় ওই গৃহবধূ জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার (৭ নভেম্বর) সকালে থানায় একটি ডায়েরি করেছেন।

গৃহবধূর অভিযোগ থেকে জানা যায়, গত ৪ মাস ধরে উথরাইল গ্রামের ইসরাফিলের ছেলে শান্ত (২৮) তাকে বারবার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। তিনি প্রস্তাবে সাড়া না দিয়ে স্বামী এবং শান্তর পরিবারের লোকজনকে বিষয়টি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূ ও তার স্বামী মিন্টুকে নানা ধরনের হুমকি দেয় শান্ত।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধূ তার নানীর বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার জন্য দূর্গাপুর ভ্যানস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। শান্ত সেখানে হাজির হয়ে ওই গৃহবধূকে বিষয়টি আর জানাজানি না করার জন্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে, একপর্যায়ে তাকে মারধর শুরু করে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার ও শান্তকে আটক করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বলেন, ‘গৃহবধূ থানায় অভিযোগ করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনি প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

জিডি বগুড়া মারধর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর