Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে চিত্তবৃত্তির উন্নয়ন জরুরি’


৭ ডিসেম্বর ২০১৯ ১৮:৫২

ঢাকা: অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে চিত্তবৃত্তির উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, সামাজিক মূল্যবোধ বাড়ানোর জন্য চলচ্চিত্র আমাদের সত্য পথে পরিচালিত করে।

পররাষ্ট্রমন্ত্রী শনিবার (৭ ডিসেম্বর) ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি রাজধানী ঢাকার গণগ্রন্থাগার মিলনায়তনে উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আগামী দুই বছর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । কেননা আগামী বছর আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করব। এর পরের বছর আমরা আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করব। আমাদের
আমাদের দেশ সংস্কৃতির দেশ। কিন্তু গত কয়েক বছরে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে কিছুটা ভাটা পড়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আনন্দিত যে, এই স্বল্পদৈর্ঘ্য আন্তর্জাতিক উৎসব সেই ভাটায় জোয়ার তুলেছে। এই আন্তর্জাতিক মেলার ফলে আমাদের এই জগতের উৎকর্ষতা বাড়বে। আর আমরা এ বিষয়ে যে গভীর সচেতন তা সবাই জানবে। আগে আমরা খুব বেশি চলচ্চিত্র দেখতাম। চলচ্চিত্র ভালো ছিল। কিন্তু পরে কি কারণে যেন একটা ভাটা পড়ে গেল।’

তিনি আরও বলেন, ‘সামাজিক মূল্যবোধ বাড়ানোর জন্য চলচ্চিত্র আমাদের সত্য পথে পরিচালিত করার একটি টুলস। সেদিক থেকে আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি চাই, আমরা যে সাংস্কৃতিক দিক থেকে ঐতিহ্যমণ্ডিত- তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক। একদিকে আমরা আমাদের অর্থনৈতিক সাফল্যের কথা বলব, অন্যদিকে বঙ্গবন্ধুর সাফল্যের কথা বলব। পাশাপাশি আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সারাবিশ্বে তুলে ধরব।’

বিজ্ঞাপন

অর্থনৈতিক উন্নয়ন চিত্তবৃত্তির উন্নয়ন জরুরি ড. এ কে আবদুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর