‘দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্যই আমরা নির্বাচিত হয়েছি’
৭ ডিসেম্বর ২০১৯ ১৮:১৪
কুমিল্লা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অধিকাংশই আওয়ামী লীগের। আওয়ামী লীগ করি মানে এই নয় যে দুর্নীতির সঙ্গে জড়িত হবো। সব দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্যই আমরা নির্বাচিত হয়েছি।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, ডাকাতিয়া নদী পুনঃখননের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মন্ত্রী নদীর আশপাশের এলাকা ঘুরে দেখেন।
মন্ত্রী বলেন, ‘মাদকের সঙ্গে যাদের সম্পৃক্ততা আছেন তারা এখনই সতর্ক হয়ে যান। আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার ব্যাপারে আরও চিন্তা করা হবে। আপনি চেয়ারম্যান হবেন এলাকাবাসীর জন্য কাজ করবে না, এলাকায় সুশাসন প্রতিষ্ঠা করবেন না, তা হবে না।’
মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলার উদ্দিন আহমেদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।