সাংবাদিক বিপুল আশরাফের মায়ের প্রয়াণ
৭ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৪ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৯ ২০:২২
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফের মা আইনূর নাহার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিপুল আশরাফ জানান, আজ রাতে (বাদ এশা) চুয়াডাঙ্গার জান্নাতুল মওলা কবরস্থান মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে ওই কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও জানান, আইনুর নাহারকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার শরীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সকালে বাড়িতে নেওয়া হচ্ছিল। পথে আবার অসুস্থ বোধ করতে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
এ ঘটনায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি গভীর শোক প্রকাশ করেছেন।