Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুম্পার ময়নাতদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহে


৭ ডিসেম্বর ২০১৯ ১৮:৪৮

ঢাকা: আগামী সপ্তাহে রুম্পার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

শনিবার (৭ডিসেম্বর) বিকেলে সারাবাংলাকে এ কথা বলেন, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ । তিনি বলেন, আগামী সপ্তাহে প্রাথমিক একটা  প্রতিবেদন দেওয়া হবে। আর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে যে সকল নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে সেুগলি হাতে পাওয়ার পর।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে উদ্ধার হওয়া স্ট্যামফোর্ড  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার  মরদেহের ময়নাতদন্ত শেষে  ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ।

ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রুম্পার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ থেকে হাই ভেজাইনাল সোয়াব, ভিসেরা, রক্ত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

‘তবে বহুতল ভবন থেকে পড়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে’ বলে উল্লেখ করেন সোহেল মাহমুদ।

টপ নিউজ ঢামেক ধর্ষণ ময়নাতদন্ত রুম্পা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর