রূপগঞ্জে পরিবার সেবা সপ্তাহের উদ্বোধন করলেন হাছিনা গাজী
৭ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৯ ১৯:৪৩
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার তারাবো পৌরসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবার উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌর মেয়র হাছিনা গাজী।
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা বিষয়ে জনসচেতনতা সৃ্ষ্টির উদ্দেশে এই প্রচার সপ্তাহ উদযাপন করা হচ্ছে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘মাতৃস্বাস্থ্যের উন্নয়ন ও মাতৃমৃত্যুর হার হ্রাস বর্তমান সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার পরিকল্পনা অধিদফতর যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তাই সরকারের এ সেবা গ্রহণ করে সবাইকে পরিকল্পিত পরিবার গড়ে তুলতে হবে।’
হাছিনা গাজী বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী চক্র এবং জঙ্গিরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেদিকে খেয়াল রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। দেশের সাধারণ মানুষ স্বাধীনতার সত্যিকার স্বাদ পেতে শুরু করেছে।’
তারাবো পৌর মেয়র বলেন, ‘নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে। নারীর কল্যাণে বয়স্কভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বিভিন্ন ধরনের বৃত্তি-উপবৃত্তিসহ সামাজিক নিরাপত্তাবলয়ে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম বিপ্লব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ওয়াসিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শফিকুল ইসলাম, তারাবো পৌরসভা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার জাকির হোসেনসহ অনেকে।