‘সাহসিকা নুসরাত— তুমিই যুক্তি, তুমিই প্রতিবাদ’
৭ ডিসেম্বর ২০১৯ ১৪:৪২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৯ ১৫:১০
ঢাকা: ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির নামে উৎসর্গকৃত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার স্লোগান হচ্ছে, ‘সাহসিকা নুসরাত— তুমিই যুক্তি, তুমিই প্রতিবাদ।’
প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ। প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া। প্রতিযোগিতায় বাছাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের দেশের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন।
আইনমন্ত্রী আনিসুল হক ও প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রতিযোগিতায় বিজয়ী দলসমূহকে ট্রফি, ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন।
প্রতিযোগিতা অনুষ্ঠানের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, নিপীড়নবিরোধী এই বিতর্ক প্রতিযোগিতা নারীর প্রতি নিপীড়ন কমিয়ে আনতে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।
তিনি সরকারের কাছে দাবি করেন, নুসরাত সোনাগাজীর যে মাদরাসায় পড়তেন, ওই মাদরাসার নামকরণ নুসরাতের নামে হোক। নুসরাতের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে একটি দিবস পালন করা হোক।