বিএসএমএমইউ সমাবর্তনে ছয় শিক্ষার্থী পাচ্ছেন স্বর্ণপদক
১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৫৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৫
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: আগামী ১৯ ফেব্রুয়ারি ১ হাজার ২০২ জন চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রির সনদ নিতে যাচ্ছেন। তাদের মধ্যে মেডিসিন অনুষদ থেকে ৩৪১ জন, সার্জারি অনুষদ থেকে ৩৮৮ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদ থেকে ২৪১ জন, ডেন্টাল অনুষদ থেকে ৫০ জন, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদ ধেকে ১৪০ জন চিকিৎসক ও নার্সিং অনুষদ ধেকে ৪২ জন ডিগ্রিধারি নার্স তাদের সনদ নেবেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সমাবর্তন অনুষ্ঠান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন উপাচার্য ডা. কামরুল হাসান খান এসব তথ্য জানিয়েছেন।
তিন জানান, সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো.আবদুল হামিদ।
সমাবর্তনে ৬০১ জন পুরুষ এবং ৬০১ জন নারী শিক্ষার্থী তাদের সনদ গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালযের উপাচার্য। তিনি জানান, সমাবর্তনে ছয়টি অনুষদের সর্বোচ্চ নম্বরধারী ছয় জনকে স্বর্ণপদক দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, স্পেনের সিমাগো এবং যুক্তরাষ্ট্রের স্কপাস নামের জরিপ সংস্থা মানসম্মত চিকিৎসা এবং গবেষণার জন্য (অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ পঞ্চম স্থান) দক্ষিণ এশিয়ার মেডিকেল প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনে বর্তমানে এ বিশ্ববিদ্যালয়সহ ৪২টি অধিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কোর্সের সংখ্যা ৯৫টি। এরমধ্যে রেসিডেন্সি ৬২টি, নন রেসিডেন্সি ৩০টি, বিএসসি নার্সিং ১টি, মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং ১টি এবং পিএইচডি ১টি। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ২ হাজার ২৭৪ জন ছাত্রছাত্রী ভর্তি হয়। এরমধ্যে রেসিডেন্সি ১ হাজার ৯৯ জন এবং নন রেসিডেন্সি ১ হাজার ১৭৫ জন।
এর আগে ২০১১ সালে প্রথম ও ২০১৫ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/জেএ/এমআই/জেডএফ